সৌদি আরবে ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৩৯ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার
সম্প্রতি সৌদি-আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে দেশটি থেকে আরও অত্যাধুনিক অস্ত্র কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করার পর এবার সৌদি-আরবের কাছে ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
সৌদি-আরবের কাছে ৬ হাজার ৭০০ অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ক্ষেপনাস্ত্রসহ দেশটিতে চলমান আমেরিকান ট্যাঙ্ক নির্মাণের সব ধরণের সহায়তা দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া সৌদি-আরবের অস্ত্রাগারে ইতোমধ্যে পাঠানো হয়েছে, এমন সব যন্ত্রপাতি দেশটিতে আরও ব্যাপক আকারে পাঠানো হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। আর এ লক্ষ্যে শিগগিরই কংগ্রেসে এটি অনুমোদন পেতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ।
এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সৌদি যুবরাজের সঙ্গে আলাপকালে বলেন, ইয়েমেন যুদ্ধের আশু সমাধানে সৌদি-আরব মুখ্য ভূমিকা পালন করছে। কারণ সেখানে সৌদি-আরব যুক্তরাষ্ট্রের তালিকায় নিষিদ্ধ থাকা হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে। এদিকে গত সপ্তাহে মার্কিন সিনেটররা ইয়েমেন যুদ্ধে সৌদি-জোটকে সমর্থন প্রত্যাহারের কথা বলেন। তবে ম্যাটিস ওই ম্যাটিস সিনেটরদের ওই প্রস্তাবের বিরোধীতা করেন।
সূত্র: ফক্স নিউজ
এমজে/