ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাংলাদেশি এয়ারফ্রেশনার ওয়েভের যাত্রা শুরু

প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার

বডি স্প্রে ও এয়ারফ্রেশনারের বাজারে প্রথম বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ওয়েভ। সানলাইট ও সান চিপসের সাফল্যের পর কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন পণ্য হিসেবে বাজারে এলো ওয়েভ।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মেলন -২০১৮ এ নতুন ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। ওয়েভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসভির-উল- ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, পরিচালক ডা. রেয়ান আনিস ইসলাম, পরিচালক সামীদ কাসেম, চিফ অপারেটিং অফিসার মাহবুবুল আলমসহ কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সদস্যগন , উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

ওয়েভ প্রসঙ্গে পরিচালক সামীদ কাসেম বলেন, ডিওডরেন্ট ও এয়ার ফ্রেশনারের বাজারে প্রথম বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে ওয়েভের যাত্রায় আমরা গর্বিত। গুণগত মানের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ত্ব দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার দিকে লক্ষ্য রেখেই বাজারে ছাড়া হয়েছে ওয়েভ।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসভির-উল- ইসলাম বলেন, সানলাইট ব্যাটারি ও সান চিপসের মত ওয়েভও মানুষের আস্থা তৈরিতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।

কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মেলন -২০১৮ এ প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার মাহবুবুল আলম “কাসেম ড্রাইসেলস লিমিটেডের নাম পরিবর্তন করে “কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড”রাখার কারন ব্যাখ্যা দেন।

পার্টনারদের ক্রেস্ট বিতরণ ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠানটির বার্ষিক সম্মেলন ও ওয়েভের মোড়ক উন্মোচন ।

বিজ্ঞপ্তি

আরকে/ এমজে