শ্যামল কান্তিকে স্বপদে বহাল, বাতিল করা হয়েছে পরিচালনা কমিটি, ক্ষমা চাওয়ার প্রশ্ন উঠে না বলেছেন সাংসদ
প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩৬ পিএম, ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে ফের স্বপদে বহাল করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ প্রমাণিত হয় নি। একই সঙ্গে বাতিল করা হয়েছে স্কুলের বর্তমান পরিচালনা কমিটি। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ক্ষমা চাওয়ার প্রশ্ন উঠে না বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমান।
গেল ১৩ই মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে ধর্মীয় অবমাননার অপবাদ দিয়ে এমন করেই লাঞ্ছিত করেন নারায়গঞ্জের সাংসদ সেলিম ্ধসঢ়;ওসমান।
এরপর তাকে গেল ১৭ই মে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয়ের পরিচালনা কমিটি। তবে শিক্ষা মন্ত্রণালয়ে এবং মাউশির গঠিত তদন্ত কমিটি তার বিরুদ্ধে ‘ধর্মীয় অবমাননার’ কোন সত্যতা পায়নি।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি অন্যায়ভাবে শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করেছিল।
<ংঃৎড়হম>ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মামলা হওয়ার পরই বিচার কার্যক্রম শুরু হবে।
এদিকে নারায়ণগঞ্জ ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সেলিম ওসমান। শিক্ষককে কোন অপমান করেননি মন্তব্য করে তিনি বলেন, এলাকার মানুষের দাবি অনুযায়ী তিনি ওই কাজ করেছেন। অপরাধ প্রমাণিত হলে যেকোনো সাজা মেনে নেয়ার কথাও বলেন তিনি।
তদন্ত কমিটির কেউ তাঁর সঙ্গে কথা বলেননি বলে অভিযোগ করেন সেলিম ওসমান।
এদিকে নিজের নিরাপত্তা নিয়ে সন্দিহান প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।