ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৩ ১৪৩১

তরুণ ক্রিকেটারদের পারফরমেন্সে চিন্তিত বোর্ড

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:৪৪ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার

বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ দল মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমদুল্লাহ রিয়াদ- এই পাঁচজনের পারফরমেন্সের উপর নির্ভর করছে। এদের কেউ জ্বলে ওঠলেই বাংলাদেশ জেতে, আর কেউ পারফরমেন্স করতে না পারলে বাংলাদেশে হারে। তাই জুনিয়রদের পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তায় ভোগছেন নিদাহাস ট্রফিতে ম্যানেজারের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন।

গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সে দুশ্চিন্তার কথা জানালেন নিদাহাস ট্রফিতে ম্যানেজারের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন। নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে রেকর্ড ২১৪ রান তাড়ায় মূল ভূমিকা ছিল মুশফিকুর রহিমের। সেদিন তার সঙ্গে লিটন দাসও অবদান রেখেছিলেন। লংকানদের বিপক্ষে পরের ম্যাচে জয়টা আসে মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিমের ব্যাটে। ফাইনালে সাব্বিরের ব্যাট থেকে ৭৭ রান এলেও পুরো আসরে তিনি ধারাবাহিক ছিলেন না। দলের আরেক তরুণ সৌম্য সরকার পুরো টুর্নামেন্টেই ফ্লপ ছিলেন।

তরুণদের ধারাবাহিকতার অভাবে টিম ম্যানেজমেন্ট যে বেশ চিন্তিত সেটা স্পষ্ট করেই বললেন খালেদ মাহমুদ, `কয়েক বছর ধরে রিয়াদ, মুশফিক তামিমরা যেভাবে পারফর্ম করছে জুনিয়র ক্রিকেটাররা সেভাবে পারছে না। তাদের জন্যই দলের সিনিয়রদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে ইঙ্গিত দিলেন খালেদ মাহমুদ। তাই তাদেরকে বিশ্রামও দিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট টিম।

এমজে/