ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

উপচেপড়া ভিড় পর্যটন মেলায়

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার

জমে উঠেছে রাজধানীতে শুরু হওয়া তিনদিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। মেলার দ্বিতীয় দিন শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় দর্শকদের উপস্থিতি ছিল বেশি। এয়ারলাইন্সগুলো মেলা উপলক্ষে তাদের বিভিন্ন রুটের টিকিটে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষনা করেছে। এই সুযোগে ভ্রমণ পিপাসুরা  টিকিট ক্রয় করতে বিভিন্ন এয়ারলাইন্সের স্টলে ভিড় জমাচ্ছেন।

সরেজমিন মেলা ঘুরে দেখা যায়, মেলায় বাংলাদেশ বিমান, রিজেন্ট এয়ারওয়েজ, ইউএসবাংলা এয়ালাইন্স, নভো এয়ারের স্টলগুলোতে সবচেয়ে বেশি ভিড়। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হওয়া পঞ্চদশবারের মতো এ মেলার আয়োজন করেছে  ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর।

মেলায় ‘মাউন্টেন ক্লাব ট্যুরস’ দিচ্ছে এ বিশ্বকাপে ‘আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ দেখার প্যাকেজ। প্যাকেজের আওতায়- ৬দিন ৫রাত থাকা যাবে, ট্রাভেলের সময় ২৪-২৯ জুন, ম্যাচ হবে ২৬ জুন। জনপ্রতি খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ৫০০টাকা।

এছাড়া মেলায় ‘ইননো গ্লোব’ দিচ্ছে ‘চলো দুবাই’ অফার। ‘চলো দুবাই’ প্যাকেজে থাকা যাবে চার দিন, তিন রাত। খরচ পড়বে জনপ্রতি ( টুইন ডাবল শেয়ারিং বেডের উপর নির্ভর করে)  ২৩ হাজার ৪০০ টাকা।  সিঙ্গেল এন্ট্রি ফ্যামিলি জনপ্রতি ভিসা ১০ হাজার ৮০০ টাকা। এই প্যাকেজের উপর মেলা উপলক্ষে ‘ইননো গ্লোব’ দিচ্ছে ১ হাজার ৩৫০ টাকা ছাড়।

মেলায় ‘শাংরি-লা হোটেল’ সাশ্রয়ী মুল্যে নেপাল ভ্রমণের বিভিন্ন প্যাকেজ নিয়ে এসেছে। তার মধ্যে রয়েছে ঢাকা – কাঠমান্ড-ঢাকা, কাঠমান্ডু প্লাস নাগারকোট, চিতওয়ান, পোখারা ভ্রমণ প্যাকেজ। মেলায় ‘এমি’অ্যাপ ডাউনলোড করে এয়ার টিকেট জেতার সুযোগ রয়েছে।

মেলায় কথা হয় অনলাইন ভিত্তিক টিকেট বুকিং প্রতিষ্ঠান ‘এমি’ভারচুয়াল ট্রাভেল এজেন্সির সাথে। তারা জানান, ’এমি’একটি ওয়েব পোর্টাল, যার মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে যে কোন এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিমান টিকিট সংগ্রহ করা যায় খুব সহজেই। দুই বছর আগে শুরু হয় অনলাইন ভিত্তিক টিকেট বুকিং প্রতিষ্ঠান ‘এমি’র কার্যক্রম। এখন তাদের গ্রাহক সংখ্যা প্রায় চল্লিশ হাজারের মতো। গতকাল নতুন একটি এ অ্যাপের উদ্বোধন হয়েছে। ‘এমি’নামের অ্যাপটি পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে। ‘এমি’অ্যাপ ডাউনলোড করে এয়ার টিকেট জেতার সুযোগ রয়েছে।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স’ টাইটেল স্পন্সর হিসেবে সহায়তা প্রদান করছে। পার্টনার হিসেবে সহায়তা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪৮টি প্রতিষ্ঠান ৫টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, অনলাইন বুকিং বা পোর্টাল ও অন্যান্য। এবারের মেলার উল্লেখ্যযোগ্য দিক হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন সংস্থা, নেপাল ট্যুরিজম বোর্ড, ট্যুরিজম অথোরিটি অব থাইল্যান্ড, শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর মতো ৫টি জাতীয় পর্যটন সংস্থার অংশগ্রহণ। বাংলাদেশের ৪টি এয়ারলাইন্সই এবারের মেলায় অংশ নিচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার এবং রিজেন্ট এয়ারওয়েজ। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকেট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন পণ্য ও সেবা উপস্থাপন করছে।

গত ২২ মার্চ থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২৪ মার্চ  পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উম্মুক্ত থাকবে। মেলার প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। প্রবেশ কুপনের ওপর মেলার শেষদিন অর্থাৎ ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় গ্র্যান্ড র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্র বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রিযাপন, লাঞ্চ ও ডিনার কুপনসহ বিভিন্ন পুরস্কার।

আরকে//