মালয়েশিয়ায় তিন দিনের ছুটিতে বাংলাদেশ হাইকমিশন
শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে
প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার
তিন দিনের ছুটিতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। জানা গেছে, ৪৭তম ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮’ উপলক্ষে আগামী সোমবার ২৬ মার্চ মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
শনি ও রবিবার হাইকমিশন সরকারি ছুটি থাকলেও সোমবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বন্ধ থাকায় তিন দিনের ছুটিতে হাইকমিশন।
এদিকে, ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে নতুন হাইকমিশনের চ্যান্সারী ভবন প্রাঙ্গণে সকাল ৯টা ৪০ মিনিটে অতিথি, দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ, ৯টা ৫৫ মিনিটে মান্যবর হাইকমিশনার মহোদয়ের আগমন, ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন ও ১০টা ১০ মিনিটে পবিত্র কোরআন তেলোওয়াত ও দোয়া।
যথারীতি মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্যক্রম চলবে। দুপুরে জুমার নামাজের জন্য ১ ঘণ্টা বিরতি রাখা হয়েছে। দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
আর