ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

মুক্তিযুদ্ধের ইতিহাস জানাবে টাইমলাইন ৭১

প্রকাশিত : ১১:১১ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার

অগ্নিঝরা মার্চ আমাদের মনে করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনগুলোর কথা। অনেকেই জানতে চান যুদ্ধের সময়কার দিনগুলো কেমন ছিল, কি ঘটেছিল।নির্দিষ্ট একটি দিনে যুদ্ধের ঘটনা জানতে চান অনেকে। কৌতূহল মেটাবে  ‘টাইমলাইন ৭১নামের অ্যাপ্লিকেশন। অ্যাপটি প্রতিদিন যুদ্ধের সময় কি ঘটেছিল তা ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে।

এক নজরে অ্যাপটির ফিচারগুলোঅ্যাপটি প্রতিদিন নির্দিষ্ট সময়ে সে দিনের মুক্তিযুদ্ধের ইতিহাস নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে।

ব্যবহারকারীরা প্রতিদিন কোন সময়ে নোটিফিকেশনে পেতে চান তা নির্ধারণ করে দিতে পারবেন সেটিংস থেকে। এতে বাংলাদেশের মানচিত্রের উপর মাসের নাম দেওয়া রয়েছে। এতে ক্লিক করলে দিন অনুযায়ী মুক্তিযুদ্ধের ইতিহাস জানা যাবে। অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর। এটি চালু করলে ব্যাকগ্রাউড সাউন্ড শোনা যায়। এ সাউন্ড ভালো না লাগলে তা বন্ধ করা যাবে সেটিংস থেকে। ইন্টারনেট ছাড়াও অফলাইনে কাজ করবে। ৪.৯ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি গুগল প্লে থেকে এ পর্যন্ত ৫ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। এ ঠিকানা থেকে ডাউনলোড করে বিনামূল্যে ব্যবহার করা যাবে অ্যাপটি। সূত্র: টেকশহর

 

আর