ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ফেনীর উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণে গতি নেই

প্রকাশিত : ০১:২২ পিএম, ২০ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:২২ পিএম, ২০ মে ২০১৬ শুক্রবার

ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার দুই বছর পেরুলেও, গ্রেফতার হয়নি চার্জশিটভুক্ত ১২ আসামী। গেলো ফেব্রুয়ারিতে প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি নিষ্পত্তির জন্য ৬ মাসের সময় বেঁধে দিলেও, গতি নেই সাক্ষ্যগ্রহণে। সব মিলিয়ে মামলার সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত একরামের পরিবার। আর কখনো ফিরে আসবে না বাবা, একয়দিনে বোঝা হয়ে গেছে এই অমোঘ সত্য। তাই হত্যার সুষ্ঠু বিচার চেয়ে প্রতীক্ষায় থাকা ছাড়া আর কিইবা করার আছে মা আর তাঁর অবোধ শিশুদের ? গেলো ৪ঠা ফেব্র“য়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ একরামুল হক হত্যা মামলার বিচার ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়। মামলার অভিযোগপত্রে ৫৯ জনকে সাক্ষী করা হয়েছে। এ পর্যন্ত তিন কার্যদিবসে মামলার বাদি একরামের ভাই রেজাউল হক জসিমসহ ৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। মামলার কার্যক্রমে ধীরগতির কারণে হতাশ স্বজনরা। তবে নির্ধারিত সময়েই বিচার কাজ শেষ হবে বলে আশা আইনজীবীদের। ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি রোডে একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।