ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

রংপুরে জঙ্গি সংগঠন জেএমবির দুটি গ্রুপ সক্রিয়

প্রকাশিত : ০১:২০ পিএম, ২০ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:২০ পিএম, ২০ মে ২০১৬ শুক্রবার

রংপুর বিভাগের ৮ জেলায় সক্রিয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুটি গ্রুপ। মাত্র ৬ মাসের মধ্যে অন্তত ১২টি অপারেশন পরিচালনা করে জাপানি নাগরিক কুনিও হোশিসহ বেশ কয়েকজনকে  হত্যা করেছে জঙ্গিরা। তবে ঘটনায় জড়িত বেশিরভাগ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানালেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি। গেলো বছর ৩রা অক্টোবর রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। এরপর হত্যা করা হয় মাজারের খাদেম ও আওয়ামী লীগ নেতা রহমত আলীকে। বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল ইসলামকে গুলি করলেও প্রাণে বেঁচে যান তিনি। এছাড়া পঞ্চগড়ে পুরোহিতকে গলাকেটে হত্যা, দিনাজপুরের কান্তজিউঁ মন্দিরে হামলা, ইতালিয়ান নাগরিক ড. পিয়েরো পারোলারিকে হত্যা চেষ্টা, কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যাসহ ১২টি অপারেশন পরিচালনা করা হয়। এসব ঘটনায় ৩৯ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক। আদালতেও জঙ্গিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ডিআইজি জানান, জেএমবি জঙ্গিদের একটি গ্র“প রংপুর অঞ্চলে এবং অপর গ্র“পটি দিনাজপুর অঞ্চলে অপারেশন পরিচালনা করে। কিলিং গ্র“পের কয়েকজন প্রায় সবগুলো অপারেশনে অংশ নিয়েছে। অন্যরা স্থানীয় ব্যক্তিদের ম্যানেজ করে নিরাপদে অপারেশন পরিচালনা করে। সবগুলো মামলায়ই বেশিরভাগ আসামী গ্রেফতার হয়েছে এবং মামলাগুলোর তদন্তও শেষ পর্যায়ে রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।