ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

লন্ডনে বিএনপি-জামায়াত কর্মীদের হামলার নিন্দা, শাস্তির দাবি(ভিডিও)

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২৪ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৩৮ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপি-জামাত কর্মীদের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন নানা শ্রেনী পেশার মানুষ। রাজধানীর বনানীতে মানবন্ধন কর্মসূচী থেকে এ দাবি জানান তারা। মানববন্ধন থেকে ব্রিটিশ সরকারকে অবিলম্বে দায়িদের গ্রেফতার অন্যথায় বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানান আইনমন্ত্রী।

দূর্নীতির দায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের পর গত ৮ ফেব্র“য়ারি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা চালায় বিএনপি-জামাতের কর্মীরা।

হামলার দেড় মাস পেরোলেও এখনো গ্রেফতার হয়নি কেউ। হামলাকারীদেও গ্রেফতারের দাবিতে রাজধানীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানবন্ধনে যোগ দেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সংক্ষিপ্ত সমাবেশ থেকে দায়িদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।

সমাবেশে যোগ দেন আইনমন্ত্রী। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে দায়িদের গ্রেফতারের দাবি জানান মন্ত্রী।

পরে স্মারকলিপি দিতে মিছিল নিয়ে গুলশানে বৃটিশ হাইকমিশনের দিকে যান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কর্মীরা। মিছিলটি বনানীতে পুলিশ আটকে দিলে আইনপ্রয়োগকারী সংস্থার হাতেই স্মারকলিপিটি হস্তান্তর করে তারা।