ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সাঙ্গু নদীতে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দু’জনের মৃত্যু

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২৪ মার্চ ২০১৮ শনিবার

বান্দরবানের রুমায় সাঙ্গু নদীতে ডুবে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দুই পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার বাজারঘাটে গোসল করতে নেমে ডুবে তাদের মৃত্যু হয় বলে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল আলম গণমাধ্যমকে জানান।

এরা হলেন রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শান্তুনু সরকার (২৫) এবং তার বন্ধু শাহেদ এহসান (২৬)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শুক্রবার এরা বগালেক ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে দুপুরে রুমায় ফিরে বাজারঘাটে সাঙ্গু নদীতে গোসল করতে নামেন। সাঁতার কাটার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

রুমা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, রুমা সাঙ্গু নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যাওয়া দুই পর্যটকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কেআই/ এআর