ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ট্রাম্পের জামাতা আমার পকেটেই থাকে: সৌদি যুবরাজ

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ২৪ মার্চ ২০১৮ শনিবার

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গর্ব করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার নাকি তার পকেটেই ছিল, যখন তিনি তার বিরোধীদের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান চালিয়ে ছিলেন। মার্কিন সংবাদ সংস্থা ইন্টারসেপ্ট এই তথ্য দিয়েছে।

আবুধাবীর যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, ‘কুশনার আমার পকেটে ছিল।’

তবে কুশনারের আইনজীবী এই সংবাদকে ভুয়া এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। এই দাবির কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকেই কুশনারের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত অক্টোবরে সৌদি আরব ভ্রমণের সময় কুশনার ও যুবরাজ মোহাম্মদের মধ্যে গোপন বৈঠক হয়। আর নভেম্বরেই যুবরাজ মোহাম্মদ বিরোধীদের ওপর সাঁড়াশি অভিযান চালান।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস কুশনারকে মার্কিন গোয়েন্দা বিভাগের অত্যন্ত গোপনীয় তথ্যসমূহ জানার যে অধিকার দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেয়। তার এক সপ্তাহ পরই সৌদি যুবরাজের এই দাবি প্রকাশ্যে এল।

উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইসরায়েল এবং মেক্সিকোও নাকি গোপনে বৈঠক করেছে কীভাবে কুশনারকে ব্যবহার করা যায়।

সূত্র: আল জাজিরা

এমএইচ/টিকে