ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

রাজনীতিতে নতুন মোড় দিয়েছে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২০ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৪০ পিএম, ২০ মে ২০১৬ শুক্রবার

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ভারতের রাজনীতিতে নতুন মোড় দিয়েছে। পশ্চিমবঙ্গে বিপুল ভোটে দ্বিতীয় দফায় ক্ষমতায় এলেও মমতা বন্দোপাধ্যায়ের সামনে এখন সরকার গঠনের কঠিন চ্যালেঞ্জ। এদিকে নির্বাচনে ভরাডুবিতে প্রশ্নের মুখে পড়েছে বাম-কংগ্রেস জোট। তবে বিজেপি এ নির্বাচনকে নিজেদের জন্য সাফল্য হিসেবেই দেখছে। বিশেষ করে কংগ্রেসের পরাজয়কে বড় জয় মনে করছে তারা। মমতা বন্দোপাধ্যায়ের রাজকীয় প্রত্যাবর্তন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে লিখা হলো নতুন ইতিহাস। সারদা কাণ্ড, নারদ স্ট্রিং, ফ্লাইওভারের ধস সব মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তালিকা কম ছিল না। সব কিছুই শেষ পর্যন্ত হাওয়ায় মিলিয়ে গেলো; জয়জয়কার দিদির। এখন প্রশ্ন হলো, দুর্নীতি দমনে মমতা কতটা কঠোর হতে পারবেন ? ভোটের ফলাফলে দেখা গেলো, নারদ কাণ্ডে অভিযুক্তদের মধ্যে ৫ জনই জিতেছেন এবারও। নতুন মন্ত্রিসভায় মমতা তাঁদের জায়গা দেবেন কি-না, তা নিয়েও প্রশ্ন কম নয়। যদিও বিজয়েরই পরই মমতা সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে কোন দুর্নীতি নেই। তবে হেরে গেলেও পিছু ছাড়ছে না বিরোধী বাম-কংগ্রেস জোট। মমতার সরকার দুর্নীতি এবং সন্ত্রাসকে বৈধতা দিয়েছে-এমন দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে, ২০১৪ সালের তুলনায় এবারের নির্বাচনের কংগ্রেসের ভোট ৭ শতাংশ বাড়লেও পুরো নির্বাচনে ভরাডুবিতে প্রশ্নের মুখে পড়েছে বাম-কংগ্রেস জোটে রাহুল গান্ধীর নেতৃত্ব। অন্যদিকে গেলবারের তুলনায় ৭ শতাংশ ভোট কমেছে বিজেপি’র। তবে আসামে প্রথমবারের মতো জয় ও সব রাজ্যে বাম-কংগ্রেসের পরাজয়কেই বড় জয় হিসেবে দেখছে নরেন্দ্র মোদির দল বিজেপি। এরমধ্য দিয়ে গোটা দেশকে ‘কংগ্রেস-মুক্ত’ করার স্লোগানে আরো এগুলো বিজেপি। তবে এবার নির্বাচনে জয়-পরাজয় যাই-ই হোক, এখন ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে টার্গেট করেই এগুচ্ছে রাজনৈতিক দলগুলো।