ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

যুদ্ধাপরাধ মামলার ধীরগতিতে বাড়ছে হতাশা(ভিডিও)

প্রকাশিত : ১০:২৮ এএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ১১:১৮ এএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আট বছরেও সংগঠন হিসেবে জামায়াতে ইসলামির বিচার শুরু না হওয়ায়, হতাশা প্রকাশ করেছে প্রসিকিউশন। দাবি জানিয়েছে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর। আর অগ্রাধিকারের ভিত্তিতে রায়ের আপিল নিষ্পত্তির কথা বলছে তদন্ত সংস্থা।

দীর্ঘ চার দশকের অপেক্ষার পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ পুরনো হাইকোর্ট ভবনে স্থাপন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার কাজ দ্রুত শেষ করতে পরে গঠন করা হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল। ২০১৫ সালের সেপ্টেম্বরে অবশ্য দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

চলতি বছরের ফেব্র“য়ারি পর্যন্ত ৩১ মামলায় ৭১ জনের বিচার শেষ করে রায় দেয় ট্রাইব্যুনাল দুটি। আপিল নিষ্পত্তির পর এরই মধ্যে জামায়াত ইসলামির নেতা কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে।

আমৃত্যু কারাদন্ড হয় যুদ্ধাপরাধীদের শিরোমনি গোলাম আযমের। একই সাজা মাথায় নিয়ে কারাগারে রয়েছেন দেলাওয়ার হোসাইন সাঈদী।

মামলা নিষ্পত্তিতে প্রসিকিউশন টিম সফল বলে দাবি এই আইনজীবীর।

বর্তমানে মানবতাবিরোধী অপরাধের ৩০টি মামলা নিয়ে কাজ করছে তদন্ত সংস্থা। তবে আপিল নিষ্পত্তি দ্রুত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেন এর কর্মকর্তারা।

আপিল বিভাগে বিচারক স্বল্পতার কারণে মামলা শুনানিতে সময় লাগছে বলে জানান অ্যাটর্নি জেনারেল।