ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

পিরোজপুরের ইন্দুরকানীতে সড়কের বেহাল দশা(ভিডিও)

প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ১১:২১ এএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার

দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল হয়ে পড়েছে পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা। টগড়া মোড় থেকে কলারন খেয়াঘাট পর্যন্ত সড়কের ১০ কিলোমিটারের ৯৫ ভাগই চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা, ঘটছে দুর্ঘটনা।

প্রতিদিন এভাবেই ঝুঁকি নিয়ে ব্যস্ততম এই সড়কে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বেনাপোল, বরিশাল, পিরোজপুরসহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে শতশত গাড়ি চলাচল করছে। একদিকে সরু পথ, অন্যদিকে খানাখন্দে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের।

এমন সড়কে ঝুঁকি নিয়ে পথ চলতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। বেশি দুর্ভোগ পোহাতে হয় রোগীদের।

এলাকাবাসী বলছে, বারবার দাবি জানানো সত্ত্বেও সংস্কার করা হচ্ছে না সড়কটি।

তবে, বরাবরের মতোই প্রতিশ্র“তি দিয়েছে কর্তৃপক্ষ।

সড়ক দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসী।