সেলিম ওসমানের সংসদ সদস্যপদ বাতিলের দাবি শিক্ষক প্রতিনিধিদের
প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২০ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:১৯ পিএম, ২০ মে ২০১৬ শুক্রবার
অবিলম্বে সেলিম ওসমানের সংসদ সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা। জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথক কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। এছাড়া, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারা মনে করেন, শ্যামল কান্তির মতো অনেকেই ভবিষ্যতে সেলিম ওসমানের অযাচিত রোষানলে পড়তে পারেন। এদিকে, উন্নত চিকিৎসার জন্য ঐ শিক্ষককে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংসদ সদস্য সেলিম ওসমানের প্রত্যক্ষ নির্দেশনায়, নারায়নগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা পুরো শিক্ষক সমাজের জন্যই অবমাননা কর। জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েকটি কর্মসূচিতে ঘুরে ফিরে এ কথাই বললেন শিক্ষক প্রতিনিধিরা। তারা বলেন, এই মনোকষ্ট নিয়েই ক্লাসরুম ছেড়ে প্রতিবাদে রাজপথে মানববন্ধন করতে হচ্ছে তাদের। তাই, মিথ্যা অভিযোগে, ষড়যন্ত্রের শিকার শিক্ষক শ্যামলকান্তি ভক্তের ন্যায় বিচার নিশ্চিত করার দাবী জানিয়েছেন তারা।
দোষী সাংসদের সঠিক বিচার না হলে, পদে পদে শিক্ষকদের মান মর্যাদা ভূলুন্ঠিত হবে বলেই মনে করেন, মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
শুধু, সংখ্যালঘু বিবেচনায় এ ধরনের বৈষম্যমূলক আচরণ সম্ভব হয়েছে বলেই মনে করেন সনাতন ধর্মীয় সংগঠনের নেতারা। মানববন্ধনের পর, তারা বিক্ষোভ মিছিল বের করেন।
এদিকে, নারায়নগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরে আরো স্বস্থিবোধ করছেন বলে জানিয়েছেন শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।
তার মতো এভাবে যেনো আর কোন শিক্ষককে লঞ্ছিত হতে না হয়, সে কামনাও ব্যক্ত করেন তিনি।