স্বাধীনতা দিবসে খেলবেন সাবেক ক্রিকেটাররা
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল দুই ভাগে বিভক্ত হয়ে এ ম্যাচে অংশ নেবে।
সোমবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি হবে টি-টোয়েন্টি ফরমেটে। এরই মধ্যে দুই দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ লাল দল
হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার, নাঈমুর রহমান দুর্জয়, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, এনামুল হক মনি, মোহাম্মদ আলী, জাকির হাসান, তালহা জুবায়ের, ফাহিম মুনতাসির সুমিত, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম ও মঞ্জুরুল ইসলাম
ম্যানেজার
আজহার হোসেন শান্ত
কোচ
গোলাম ফারুক চৌধুরী সুরু
বাংলাদেশ সবুজ দল
মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, রফিকুল ইসলাম খান, হাসানুজ্জামান ঝরু, মুশফিকুর রহমান বাবু, মোরশেদ আলী খান, আলমগীর কবির, আনোয়ার হোসেন মনির, শফিউদ্দিন আহমেদ বাবু, ফয়সাল হোসেন ডিকেন্স, শফিউল্লাহ খান জেম, মিজানুর রহমান বাবুল ও ফারুক আহমেদ।
ম্যানেজার
রকিবুল হাসান
কোচ
ওয়াহিদুল গনি।
একে// এআর