ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

অগ্রযাত্রা ধরে রাখাতে প্রধানমন্ত্রীর আহ্বান(ভিডিও)

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ০৬:৩১ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার

সরকারের ধারাবাহিকতা থাকায় বাংলাদেশের উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া সম্ভব হয়েছে উল্লেখ করে এই অগ্রযাত্রা ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী জানান, উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য যে তিনটি প্রধান শর্ত রয়েছে, তা বড় ব্যবধানেই পূরণ করেছে বাংলাদেশ।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৮ সালের স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, খাদ্য নিরাপত্তা, কৃষি, সংস্কৃতিসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ এ’বছর ১৮ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয়েছে স্বাধীনতা পদক। এরমধ্যে ১০ জনকে দেয়া হয় মরণোত্তর পদক। তাদের পক্ষে পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বাধীনতা পদক গ্রহণ করেন।

পরে প্রধানমন্ত্রী তার ভাষণে ২৫ মার্চ কাল রাত্রিতে পাকিস্তানিদের বর্বরতার চিত্র তুলে ধরেন।