বিএনপির চোখে ছানি পড়েছে: তথ্যমন্ত্রী
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার
বিএনপির চোখে ছানি পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ পৃথিবীর সবাই যখন দেশের উন্নয়ন দেখলো, তা স্বীকার করলো, তখন তা দেখলো না শুধু বিএনপি। আসলে বিএনপির চোখে ছানি পড়েছে।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়ামে এলডিসি দেশে হতে বাংলাদেশের উত্তরণ উদযাপন উপলক্ষে ‘ নৌপরিবহন সেক্টরে অর্জিত সাফল্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, তিনটি ভিত্তির উপর ভর করে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। বিদ্যুৎ, পরিবহন ও উৎপাদন নামক এ তিনটি ভিত্তিকেই তাই শেখ হাসিনার সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। আজ দেশে বিদ্যুত, পরিবহন ও উৎপাদন খাতে উন্নয়নের জোয়ার বইছে। আজ দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। পাট, চা, চামড়া ও গার্মেন্টস খাতে পুনর্জাগরণ হয়েছে। শত প্রতিবন্ধকতার মধ্যে পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে। আর গার্মেন্টস শ্রমিকদের স্বাবলম্বী করা মানেই হলো নারীর ক্ষমতায়ন।
আজ দেশের এতো উন্নয়ন হচ্ছে, অথচ বিএনপির সময় সব উন্নয়নের সম্ভাবনা মুখ থুবড়ে পড়েছিল।তারা তখাকথিত মুক্তবাজার অর্থনীতির নামে দেশটাকে ইজারা দিয়েছিল।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নৌপথ ও নদীপথের উন্নয়নের প্রশংসা করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নৌপথ ও নৌ-বন্দরের ব্যাপক উন্নয়ন হয়েছে। বন্দরগুলোতে যান চলাচল বৃদ্ধি পেয়েছে।মানুষের হয়রানি কমেছে। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌপথ ও বন্দরে আমূল পরিবর্তন হয়েছে।
ইনু আরও বলেন, উন্নয়নশীল দেশের পথে এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে, রাষ্ট্র তার ভূমিকা আবিষ্কার করেছে। কোথায় কোথায় দুর্বলতা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে- রাষ্ট্র এগুলো আবিষ্কার করে উন্নয়ন করেছে। এজন্য নাটকীয়ভাবে বৈষম্য কমেছে।
তিনি বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আলাদাভাবে অর্থ বরাদ্দ করেছে। তখন অনেকে এর সমালোচনা করেছে। কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অর্থ বরাদ্দ করায় হতদরিদ্র ও দারিদ্র্য কমেছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুস সামাদ, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া প্রমুখ।
/ এআর /