গর্ভের সন্তান দ্বি-খণ্ডিত
কুমিল্লার সিভিল সার্জনসহ ৭ জনকে আদালতে তলব
প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার
কুমিল্লা জেলার সিভিল সার্জন, কুমিল্লা মেডিকেলের পরিচালক এবং পাঁচ চিকিৎসককে তলব করেছে হাই কোর্ট। কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে অস্ত্রোপচারের সময় এক প্রসূতির গর্ভের সন্তানকে দ্বি-খণ্ডিত করার ঘটনায় আগামী ৪ এপ্রিল তাদের আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর আদালতের নজরে আনলে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন।
কুমিল্লা মেডিকেলের পাঁচ চিকিৎসক হলেন- গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. করুণা রানী কর্মকার, ডা. নাসরিন আক্তার পপি, ডা. জানিবুল হক, ডা. দিলরুবা শারমিন ও ডা. আয়েশা আফরোজ।
আইনজীবী সেগুফতা পরে গণমাধ্যমকে বলেন, মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্রের পক্ষ থেকে ‘জরায়ুসহ শিশুর মাথা বিচ্ছিন্ন করার অভিযোগ’এবং ‘সিজার কালে ডাক্তার দুই খন্ড করলেন নবজাতককে’শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত দুটি প্রতিবেদন আদালতের নজরে আনা হয়। তাই আদালত এ ঘটনায় সাতজনকে ৪ এপ্রিল তলব করেছে।
উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের সফিক কাজীর স্ত্রী জুলেখা বেগম (৩০) প্রসববেদনা নিয়ে গত ১৭ মার্চ রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন দুপুরে হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা. করুণা রানী কর্মকারের নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দল ওই অপারেশন করে। এ সময় নবজাতকের মাথা বিচ্ছিন্ন এবং জুলেখার জরায়ু কেটে ফেলা হয়। গতকাল শনিবার এ ঘটনা জানাজানি হলে গণমাধ্যমে তা উঠে আসে। এ ঘটনায় হাসপাতালসহ বিভিন্ন মহলে ব্যাপক তোলপাড় হয়।
একে// এআর