ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

পৃথিবীতে ১ জন পোলি রোগী থাকলেও নির্মূলের লক্ষ্যে কাজ করে যাবে বিশ্বে সব রোটারিয়ানরা

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ২০ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০৮:৩৮ পিএম, ২০ মে ২০১৬ শুক্রবার

পৃথিবীতে, যত দিন এক জনও পোলিও আক্রান্ত রোগী আছে; তত দিন এর নিমূলের লক্ষ্যে কাজ করে যাবে বিশ্বে সব রোটারিয়ানরা। জাতীয় প্রেসক্লাবে, ভিআইপি লাউঞ্জে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তারা এ অঙ্গীকারের কথা বলেন। এধরনের নানা উদ্যেগের কথা, সাধারণ মানুষকে মানব কল্যানের কাজ করতে উৎসাহিত করবে বলেই মনে করেন তারা। অনুষ্ঠানে, সৎ সাংবাদিকতায় অনন্য অবদানের স্বকৃতি হিসেবে, একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও সিইও মনজুরুল আহসান বুলবুল, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, সহ চার বিশিষ্ট নাগরিককে আজীবন সম্মানননা প্রদান করেছে, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রেক্ট।