ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

তাপসের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। তবে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রোববার (২৫ মার্চ) আইনজীবী সমিতি ভবনের সামনে নিজের পদত্যাগের কথা সংবাদ মাধ্যমকে জানান ব্যারিস্টার ফজলে নূর তাপস।

ব্যারিস্টার ফজলে নূর তাপসের পদত্যাগ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “ব্যারিস্টার তাপসের পদত্যাগের বিষয় নিয়ে আমরা কয়েকজন আইনজীবী আলোচনায় বসেছিলাম। সেখানে আরও অনেক আইনজীবী ছিলেন। তারা সবাই তাকে পদত্যাগ না করার অনুরোধ জানান। বিষয়টি নিয়ে তিনি (ফজলে নূর তাপস) কান্নায় ভেঙে পড়েন। তবে তার পদত্যাগপত্র গৃহীত হয়নি।”

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের নির্বাচনে ভরাডুবির কারণেই তিনি ওই সিদ্ধান্ত নেন।

কেআই/টিকে