ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

তামিমকে ৬ সপ্তাহ বিশ্রামের পরামর্শ  

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার

 

হাঁটুর চোট নিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরাসরি ব্যাংকক চলে গিয়েছিলেন তামিম ইকবাল। সেখানে তার হাঁটুর অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেছেন চিকিৎসকরা। চিকিৎসক জানিয়েছেন, অন্ততপক্ষে পাঁচ থেকে ছয় সপ্তাহ যেন মাঠে না নামেন দেশসেরা এই ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, এমআরআই স্ক্যানে হাঁটুর অবস্থা খুব একটা ভালো আসেনি। চিকিৎসকরা বলেছেন, এই অবস্থায় পুনর্বাসনে থাকাই সঠিক সিদ্ধান্ত হবে তামিমের জন্য।

আগামীকাল সোমবার একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর কথা রয়েছে। ওই চিকিৎসক তামিমকে জানিয়ে দেবেন, পরবর্তীতে কি করতে হবে। অবশ্য মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে বাঁ-হাতি এই ওপেনারের।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ সার্জন ডেভিড ইয়ংকে দেখিয়ে আসার পর থেকে অনেক দিন ধরেই হাঁটুতে একটু আধটু ব্যথা পাচ্ছিলেন তামিম। এর মধ্যেই খেলা চালিয়ে গেছেন। তবে এবার ব্যথাটা হঠাৎ বেড়ে যাওয়ায় লাহোরে পিএসএলের খেলা রেখেই ব্যাংককে যেতে হয়েছে এই তামিমকে।

কেআই/টিকে