ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দিতে হবে: মেনন

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার

১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাত্রিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। রোববার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পল্লবী থানা আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা আজকের বাংলাদেশশীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পার্টির পল্লবী থানা সম্পাদক তাপস কুমার রায় সভাপতিত্ব করেন।

রাশেদ খান মেনন পঁচিশ মার্চ কাল রাত্রিতে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কারো দয়ার দান নয়। নিজেদের লড়াইয়ের মাধ্যমে অর্জিত। আর এ কারণেই এ দেশের মানুষ সকল প্রতিকূলতা মোকাবিলা করে সামনে এগুতে পারছে। এই ধারাবাহিকতা এগিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সভায় পার্টির পলিট ব্যুরো সদস্য কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির সদস্য তৌহিদুর রহমান, পার্টির নেতা আবুল কালাম আজাদ, শাহানা ফেরদৌসী লাকী, জামিরুল ইসলাম ডালিম, নাজমা আক্তার শিরীন, মোহাম্মদ সোহাগ ও আহসানুল ফেরদৌস মিথুন প্রমুখ বক্তৃতা করেন। বাসস

আর/টিকে