ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি নেত্রকোনোর মুক্তিযোদ্ধা শাহজাহান (ভিডিও)

প্রকাশিত : ১০:৩০ এএম, ২৬ মার্চ ২০১৮ সোমবার

২৫ মার্চ কাল রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে হানাদারদের হামলার খবর ওয়ারলেসের মাধ্যমে সারাদেশ জানিয়ে দেন পুলিশ কনস্টেবল শাহ্জাহান মিয়া। পরবর্তীতে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। স্বাধীনতার এতোবছর পরও রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পাননি নেত্রকোনোর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া।

বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহানমিয়ার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া রচিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে। ৭১’এ পুলিশ কনস্টেবল শাহ্জাহান রাজারবাগ পুলিশ লাইন্সের ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ২৫ মার্চ রাতে পাক হানাদারদের আক্রমণের খবর ওয়্যারলেসের মাধ্যমে তিনিই জানিয়েছিলেন।

তাঁর সাহসী ভূমিকায় দেশের সব পুলিশ স্টেশনসহ সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল নিরীহ বাঙালিদের ওপর পাকিস্তানিদের হত্যাযজ্ঞের খবর। পুলিশের কাছে পর্যাপ্ত অস্ত্র না থাকলেও পাকিস্তানিদের সঙ্গে লড়াই করার জন্য মনোবল ছিলো মূলশক্তি। আর বঙ্গবন্ধু’র ৭ মার্চের ভাষণই ছিলো অনুপ্রেরনা।

সারারাত যুদ্ধ শেষে ভোরে শাহজাহান মিয়াসহ ১শ জন বন্দি হন। অমানুষিক নির্যাতন সহ্য করে ২৮ মার্চ মুক্ত হয়ে গ্রামে ফিরেই যোগ দেন মুক্তিযুদ্ধে।

পুলিশের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াকে সহযোগিতা দেয়া হয় বলে জানালেন পুলিশ সুপার।

জীবন সায়াহ্নে এসে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা শাহ্জাহান মিয়া ।