ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দিলেন মুক্তিযোদ্ধারা(ভিডিও)

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২৬ মার্চ ২০১৮ সোমবার

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দিলেন মুক্তিযোদ্ধারা। আগামী বাংলাদেশ শপথ নিলো মুক্তিযুদ্ধেও চেতনা ধারণ করে আধুনিক বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ থাকার। এই সাথে   আলোর উদ্ভাসে শ্রদ্ধা জানালো মার্চের সেই কালরাতে পাকিস্তানী বাহিনীর ভয়াবহ গনহত্যায় শহীদদের।    

নিকষ কালো অন্ধকারে বইলো রক্ত স্রোত। একাত্তরের কালরাতে পাকিস্তানি বাহিনী নারকীয় উল্লাসে মেতে উঠে গণহত্যায়-অপারেশন সার্চলাইট। ইতিহাসের দীর্ঘতম ভয়াল আধার কাটিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জ্বলে উঠে আলোর শিখা।

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শিখা চিরন্তনের বেদিতে আলোর আভায় নতুন প্রজন্মের দ্বীপ্ত অঙ্গীকার লাল-সবুজের চেতনা মননে ধারণ করে নেবার।

স্বাধীনতা যুদ্ধের বীর যোদ্ধারা বললেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারণ করেই এগিয়ে যাবে বাংলাদেশ। নতুন প্রজন্মকে সতর্ক থাকতে হবে অপশক্তির বিরুদ্ধে। রুখতে হবে সাম্প্রদায়িকতা; জঙ্গিবাদ।      

শুধু একাত্তরে মানবতা বিরোধী অপরাধীদের বিচারই যথেষ্ট নয়, এখনো স্বাধীনতার মূল চেতনার বিপক্ষে অবস্থান নিচ্ছে তাদেরও আইনের কাঠগড়ায় দেখতে চান মুক্তিযোদ্ধারা।

এরআগে সুর-ছন্দ-নৃত্যে উঠে আসে অপরাজেয় বাঙ্গালীর সর্বোচ্চ ত্যাগের কালজয়ী ইতিহাস।