ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

কুচকাওয়াজে ফের প্রথম স্থান অর্জন করলো কোয়ান্টাম স্কুল

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২৬ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০৬:৩৮ পিএম, ২৬ মার্চ ২০১৮ সোমবার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে চতুর্থবারের মতো প্রথম স্থান অর্জন করলো বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো স্কুল। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশের এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো জাতীয় শিশু-কিশোর সমাবেশে অংশ নিয়েই প্রথম হয়েছিল কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা। পরে ২০১৬ ও ২০১৭ সালেও নিজেদের প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয় কোয়ান্টারা।

বান্দরবানের প্রত্যন্ত অঞ্চল লামার সরই উপজেলায় ২০০১ সালে কোয়ান্টাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে গড়ে ওঠে কোয়ান্টাম কসমো স্কুল। মাত্র ৭টি শিশু নিয়ে শুরু করা এ স্কুলের বর্তমান শিক্ষার্থী সংখ্যা দেড় সহস্রাধিক।

 

টিকে