২৮ই মে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন
প্রকাশিত : ০৮:৫৯ এএম, ২১ মে ২০১৬ শনিবার | আপডেট: ০৮:৫৯ এএম, ২১ মে ২০১৬ শনিবার
২৮ই মে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বগুড়ার কাহালু ও দুপচাঁচিয়া উপজেলায় এখন ভোটের উত্তাপ। চলছে প্রার্থীদের গণসংযোগ। ভোটের মাঠে আওয়ামী লীগ-বিএনপি শক্ত অবস্থানে, তবে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। এরই মধ্যে কোথাও কোথাও প্রচারে বাধা দেয়ার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮মে। নির্বাচনী এলাকাগুলোতে এখন ভোটের তুমুল হাওয়া। বগুড়ার কাহালু উপজেলায় ৮টি ও দুপচাঁচিয়া উপজেলায় ৫টি ইউনিয়নে ভোট হচ্ছে এবার। মাইকিং আর পোস্টারে ছেয়ে গেছে পাড়া-মহল্লা।
এ ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫৯জন । আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী হলেও, প্রচারে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকায়।
কোন কোন জায়গায় নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে শিশুদেরকে।
আচরণবিধি লংঘনে বিষয়টি খতিয়ে দেখে, আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েজেন নির্বাচন কমিশন কর্মকর্তা।
প্রার্থীদের প্রতিশ্র“তিতে কান দিচ্ছেন না সাধারণ ভোটাররা। তারা বলেছেন, কেবল আশ্বাস নয়, চান এলাকার প্রকৃত উন্নয়ন।
তবে সব ছাপিয়ে নির্বাচন হোক শান্তিপূর্ণ, এটিই প্রত্যাশা সবার।