ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

ইউরোপিয়ান পেটেন্ট তালিকার শীর্ষে হুয়াওয়ে

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ২৬ মার্চ ২০১৮ সোমবার

২০১৭ সালে পুরো ইউরোপ মহাদেশে যে সব প্যাটেন্ট জারি করা হয়েছে, সেগুলার মধ্যে শীর্ষে অবস্থান করছে প্রযুক্তি পণ্য নির্মাণকারি প্রতিষ্ঠান হুয়াওয়ে। গবেষণা এবং উন্নয়নের জন্য গত বছর বেশ গুরুত্ব পায় ইউরোপের প্রযুক্তি বাজারে। এসময় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তথ্য কেন্দ্রের উন্নয়নের জন্য রেকর্ড সংখ্যক পেটেন্ট আবেদন জমা দেয়।

এসব আবেদনকৃত পেটেন্টের মধ্যে জারি করা পেটেন্টের সংখ্যার ভিত্তিতে শীর্ষে অবস্থান করছে হুয়াওয়ে। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় পেটেন্ট কার্যালয়।

পেটেন্ট কার্যালয়ের প্রেসিডেন্ট বেনিত বাট্টিস্টেলি এক বিবৃতিতে বলেন, “পেটেন্ট আবেদন এবং তার ফলাফল নিয়ে আমরা খুবই উচ্ছসিত। অধিক হারে আমরা যে প্যাটেন্ট পেয়েছি তা ছিল প্যাটেন্ট লেন্দস্কাপের অন্যতম ফিচার। আবারো আমরা এই ক্রমবর্ধমান চাহিদার সাথে মিল রেখে আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি এবং একটি গতিশীল উদ্ভাবন খাতকে সমর্থন করেছি”।  

তিনি আরও বলেন,  “প্রথমবারের মতো আমরা ৪ লাখের বেশি পণ্য অতিক্রম করতে পেরেছি। এর মধ্যে অনুসন্ধান, পরীক্ষা, প্রতিদ্বন্ধিতার ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬ শতাংশ এবং গত কয়েক বছর ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে”। বাট্টিস্টেলির মতে ইউরোপীয় প্যাটেন্টের অধিকতর চাহিদা প্রযুক্তির বাজারে ইউরোপীয়দের আকর্ষণীয়তা প্রমাণ করে ।

স্বাস্থ্য, ডিজিটাল যোগাযোগ সেবা ও কম্পিউটারের মতো জনপ্রিয় প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো তালিকার শীর্ষে অবস্থান করছে। তালিকার মধ্যে প্রথমবারের মতো চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে এ তালিকায় নাম উঠাতে সক্ষম হয়েছে।

ইউরোপীয় প্যাটেন্ট অফিস কর্তৃক সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, এক লক্ষ ৬৬ হাজার ইউরোপীয় প্যাটেন্ট আবেদন পেয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি এবং এখন পর্যন্ত সর্বোচ্চ। এগুলোর মধ্যে  দুই হাজার ৩৯৮টি প্যাটেন্ট জমা দিয়ে হুয়াওয়ে প্রথম অবস্থান অর্জন করে।

হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ লিগ্যাল অফিসার ড. শং লিউপিং বলেন, “হুয়াওয়ে গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে অধিকতর গুরুত্ব দিয়েছে যার ফলাফলে তাদের শীর্ষস্থানে অবস্থান। আমরা ৫ম প্রজন্মের মত পরবর্তী ধাপের টেলিযোগাযোগের উন্নয়নে কাজ করছি যার ফলে এই সংখ্যা আরো বৃদ্ধি হতে পারে। হুয়াওয়ে ক্রমাগত প্যাটেন্ট আবিষ্কার এবং বুদ্ধিভিত্তিক সম্পত্তি  রক্ষণাবেক্ষণের জন্য বিনিয়োগ করে যাবে।”

উল্লেখ্য, ২০১৭ সালের শেষ দিন পর্যন্ত হুয়াওয়ে চীনে ৬৪ হাজার ৯১টি পেটেন্ট এবং চীনের বাইরে ৪৮ হাজার ৭৫৮টি আবেদন করে। মোট ৭৪ হাজার ৩০৭টি পেটেন্ট অ্যাপ্লিকেশন দেয়া হয়েছে যার মধ্যে ৯০ শতাংশই উদ্ভাবনী পেটেন্ট। বিশ্বব্যাপি হুয়াওয়ের কর্মীর মধ্যে ৪০ শতাংশ গবেষণা এবং উন্নয়ন কাজের সঙ্গে জড়িত এবং প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক আয়ের অন্তত ১০ শতাংশ এ খাতে বিনিয়োগ করে থাকে।

//এস এইচ এস// টিকে