ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বঙ্গবন্ধুর দুর্লভ ৮ ছবি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশেষ প্রতিবেদন

প্রকাশিত : ১১:১৮ পিএম, ২৬ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০৬:৩৫ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

আজ ২৬ মার্চ বাংলাদেশের ৪৭ তম স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতার জানান দেয় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ। আর স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশ যাদেরকে সবথেকে বেশি কাছে পেয়েছিল তাদের মধ্যে অন্যতম ভারত। বাংলাদেশের হয়ে বঙ্গবন্ধু ভারতের ইন্দিরা গান্ধীকে পেয়েছিলেন পরম বন্ধু হিসেবে।

৭১ পরবর্তী সময়ে পঁচাত্তরে নিহত হওয়ার আগ পর্যন্ত ভারতের কাছে গুরুত্বপূর্ণ এক ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর বিভিন্ন সময় প্রতিবেশি দেশ ভারত সফর করেন মুজিবুর রহমান। এমনকি পাকিস্তানের করাচি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দেশের ফেরার আগে ভারত সফর করেন শেখ মুজিবুর রহমান। আবার ভারতীয় সরকারের প্রতিনিধিরাও আসেন ঢাকা সফরে।

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ বিভিন্ন ভারতীয়দের সাথে শেখ মুজিবুরের সাক্ষাতের ছবি তোলে ভারতের প্রভাবশালী পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস। আজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিজেদের আর্কাইভ থেকে সেসব ছবি নিয়ে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিগুলো দেওয়া হল...

১) ১৯৭২ সালের ১৭ মার্চ বাংলাদেশ সফরে আসেন ভারতের সেসময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ঢাকা বিমানবন্দরে (বর্তমানের তেজগাঁও বিমানবন্দর) নিজ সরকারের মন্ত্রীদের সাথে ইন্দিরা গান্ধীকে পরিচিয় করিয়ে দিচ্ছেন শেখ মুজিবুর রহমান।

২) ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবুর রহমান।

৩) ১৯৭৪ সালে বাংলাদেশ সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি। এসময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাথে ছিলেন বাংলাদেশের সেসময়ে রাষ্ট্রপতি মাহমুদুল্লাহ। ছবিটি সে বছরের ৬ জুন তারিখে তোলা।

৪) ভারতের পররাষ্ট্র মন্ত্রী ওয়াই বি চাভানের সাথে আলাপচারিতায় থাকা শেখ মুজিব। ছবিটি ১৯৭৪ সালের ৮ ডিসেম্বর ঢাকায় তোলা।

৫) ১৯৭৪ সালের ১৪ মে ভারতের রাজধানী নয়া দিল্লীতে রাষ্ট্রপতি ভবনে শেখ মুজিবর রহমানকে আলিঙ্গনের মাধ্যমে অভ্যর্থনা জানান ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি।

৬) শেখ মুজিবর রহমানের অটোগ্রাফ নিচ্ছেন সেসময়ের ‘বলিউড কুইন’ হেমা মালিনী। এসময় বঙ্গবন্ধুর পাশে ছিলেন মহেন্দ্র কাপুর (বামদিক থেকে দ্বিতীয়)। তবে ছবিটির সঠিক তারিখ এবং স্থান জানা যায়নি।

৭) বঙ্গবন্ধুর ছবি দিয়ে ভারতে ক্যালেন্ডার এবং পোস্টকার্ড ছাপা হতো। এমনি একটি পোস্টকার্ড হাতে নিয়ে ক্যামেরার উদ্দেশ্যে পোজ দিচ্ছেন সেসময়ে ভারতের জনপ্রিয় নায়ক সুনীল দত্ত। বলিউডের ‘ভাই’ সঞ্জয় দত্তের পিতা সুনীল দত্ত।

8) একই ফ্রেমে সংগীত শিল্পী শ্যামল মিত্র, চলচিত্র নির্মাতা সত্যজিৎ রায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বাম থেকে ডানে)।

//এস এইচ এস//