ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

ফেসবুকের বিরুদ্ধে ফের অভিযোগ

প্রকাশিত : ১২:০৭ এএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

ব্যবহারকারীর অনুমতি ছাড়া অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোন কল ও এসএমএস-এর তথ্য সংগ্রহ করছে বলে অভিয়োগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। আরস টেকনিকার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে অভিযোগ উঠার পর ফেসবুক ঘটনাটিকে পুরোপুরি অস্বীকার করেছে।

এক বিবৃতিতে ফেসবুক বলেছে, ব্যবহারকারী যতটুকু অনুমতি দেয় ফেসবুক ঠিক ততটাই তথ্য সংগ্রহ করে।

এর আগে রোববার কেমব্রিজ অ্যানালিটিকার প্রাক্তন রাজনৈতিক পরামর্শদাতা ব্রিটনি কাইজার দাবি করেন যে, ব্রেক্সিটপন্থীদের হয়ে কাজ করেছিল সংস্থাটি। সরাসরি ভোটে যুক্ত না থাকলেও ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল সংস্থাটি।

এ ঘটনায় ক্ষমা চেয়েছে ফেসবুক। জাকারবার্গের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি লিখেন, ‘আপনাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। সেটা না পারলে, আমাদের কোনও যোগ্যতা নেই।

এমএইচ/টিকে