ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বিজিএমইএ’র ভবন ভাঙা

মুচলেকা দিলে সময়ের আবেদনের আদেশ

প্রকাশিত : ১০:২৮ এএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৫৫ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

ভবন ভাঙার জন্য আর সময়ের আবেদন করবে না- বিজিএমইএ এমন মুচলেকা দিলেই এক বছরের সময় আবেদন মঞ্জুর করবেন আদালত। ভবন ভাঙতে বারবার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ আজ মঙ্গলবার সকালে এ সিদ্ধান্ত দিয়েছেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ মঙ্গলবার এ সিদ্ধান্ত জানিয়েছে। বিজিএমইএ মুচলেকা দিতে রাজি হওয়ায় আদালত এদিন আদেশ দেননি। বিচারক বলেছেন, বিজিএমইএ মুচলেকা জমা দিলে তারপর তাদের সময়ের আবেদনের বিষয়ে আদেশ দেওয়া হবে।
আদালতে বিজিএমইএ-এর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ইমতিয়াজ মঈনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
/ এআর /