ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

খালেদার সাজা বাড়াতে দুদকের আপিল শুনানি কাল

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেওয়া সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আপিল গ্রহণ করা হবে কি-না সে বিষয়ে শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে বিএনপি চেয়ারপার্সনকে বিচারিক আদালতের দেওয়া ৫ বছরের কারাদণ্ড অপর্যাপ্ত উল্লেখ করে গত রোববার সাজা বৃদ্ধি চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে আপিল আবেদনটি উপস্থাপন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম বলেন, একই মামলায় অন্য আসামিদের ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে। অথচ মূল আসামি খালেদা জিয়াকে দেওয়া হয়েছে ৫ বছরের সাজা। তাই এতে আমরা (দুদক) সংক্ষুব্ধ। এ কারণেই সাজা বাড়াতে আমরা আপিল করেছি।

বেশ কিছু বিষয় বিবেচনায় খালেদা জিয়াকে বিচারিক আদালত মামলার সহযোগী আসামিদের থেকে কম সাজা দিয়েছিলেন। এ বিষয়ে খুরশীদ আলম খান বলেন, আপিল আবেদনে বিচারিক আদালতের সেই গ্রাউন্ডগুলোকেই চ্যালেঞ্জ করে আপিল আবেদন করেছি। এসব গ্রাউন্ডে অপর্যাপ্ত সাজা দেওয়া যায় না। আইন এটা অনুমোদন করে না।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকে তিনি সেখানেই আছেন।

একে// এআর