ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

তুরস্কের ওপর হামলা ঠেকিয়ে দিবে ইরাক

প্রকাশিত : ০৩:০১ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

তুরস্কের ওপর যে কোন ধরণের হামলা ইরাক ঠেকিয়ে দিবে বলে মন্তব্য করেছেন ইরাকের প্রধামন্ত্রী হায়দার আল-আবাদি। তুর্কী প্রধানমমন্ত্রী বিনালি জিলদ্রিমের সঙ্গে আলাপকালে ইরাকি প্রধানমন্ত্রী কুর্দী ইস্যুতে এ মন্তব্য করেন।

এর আগে গতকাল সোমবার তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেন, ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ইতোমধ্যে তুর্কী গোয়েন্দা প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। খুব শিগগিরই তুর্কী সীমান্তঘেঁষা ইরাকের সিনজার এলাকায় সামরিক হামলার বিষয়ে পদক্ষেপ নিতে দেশটিকে আহ্বান জানাবে ওই গোয়েন্দা প্রধান। তুরস্ক দাবি করে আসছে সিনজার এলাকায় কুর্দী যোদ্ধারা ঘাঁটি বানিয়ে তুরস্কের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

এ সময় এরদোগান আরও বলেন, সিনজারে ইরাকি বাহিনী ব্যর্থ হলে আমরা বসে থাকবো না। আমরা সে অঞ্চলে আক্রমণ চালাবো। কুর্দীরা কয়েক যুগ ধরে তুর্কী শাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে। তুর্কী প্রেসিডেন্টের দাবি, কুর্দী যোদ্ধারা ওয়াইজিদি যোদ্ধাদের সহায়তায় ওই এলাকায় ঘাঁটি গেড়েছে কুর্দী যোদ্ধারা।

উল্লেখ্য, তুরস্কের কুর্দী যোদ্ধাদের সংগঠন (পিকেকে)কে একটি সন্ত্রাসী সংগঠন বলে মনে করে তুরস্ক।

সূত্র: রয়টার্স
এমজে/