ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

‘গড়াই নদী খনন প্রকল্প বন্ধ করে দেয় বিএনপি’

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:৩০ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

পানি সম্পদ খাতে গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকার ১৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে লবণাক্ত পানির ক্ষতিকর প্রভাব এড়াতে আমরা গড়াই নদী খননের যে প্রকল্প হাতে নিয়েছিলাম, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সেই প্রকল্প বন্ধ করে দিয়েছিল।

মঙ্গলবার বিশ্ব ‘পানি দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সবার জন্য নিরাপদ পানি সরবরাহে সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, আমরা জাতীয় পানি নীতি ১৯৯৯ প্রণয়ন করেছি। বাংলাদেশ পানি আইন ২০১৩ প্রণয়ন করেছি। এরইমধ্যে ৬৪ লাখ হেক্টর জমি বন্যা নিয়ন্ত্রণ এলাকায় এনেছি।

প্রধানমন্ত্রী বলেন, সুপেয় পানির চাহিদা বাড়ছে। এই পরিস্থিতি আমাদের খেয়াল রাখতে হবে পানির ব্যবহারে যেন অপচয় না হয়। পানি ব্যবহারে যাতে মিতব্যয়ী হওয়া যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

যত্রতত্র বর্জ্য ফেলার বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে বলেও সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

একে//