ময়মনসিংহে ইপিআর ক্যাম্পে নিহত হয় ১২১ পাক সেনা (ভিডিও)
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার
একাত্তরের ২৭ মার্চ, ময়মনসিংহে বাঙালি ইপিআর সদস্য ও ছাত্র-জনতার সঙ্গে সম্মুখযুদ্ধে পরাস্ত হয় ইপিআর ক্যাম্পের পাকিস্তানি সেনারা। নিহত হয় ১২১ জন। প্রচুর অস্ত্র ও গোলাবারুদ চলে আসে মুক্তিযোদ্ধাদের হাতে। মুক্তিযোদ্ধারা বলছেন, এ বিজয় ছিলো সারাদেশের জন্য টার্নিং পয়েন্ট।
২৭ মার্চ সকালে ময়মনসিংহের খাকডহর ইপিআর ক্যাম্পের বাঙালি জওয়ানদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাতে সিপাহীদের বদলে টহলের দায়িত্ব দেয়া হয় পাকিস্তানি কমান্ডারদের।
রাত ১২টা ১০ মিনিটের দিকে পাকিস্তানি কমান্ডারের বাসা থেকে গুলি ছোঁড়া হয়। এরপরই বাঙালি জওয়ানরা টহলরত ২ হানাদার কমান্ডারকে খতম করে। শুরু হয় দু’পক্ষের গোলাগুলি। এরমধ্যেই ইপিআর ক্যাম্পের পাকিস্তানি সেনাদের বন্দি করার সিদ্ধান্ত নেয় ছাত্র-জনতা।
২৮ মার্চ বিকেল ৩টা পর্যন্ত ১৫ ঘণ্টার সম্মুখযুদ্ধে নিহত হয় ১০৪ পাকিস্তানি সেনা। জীবিত আটক করা হয় ১৭ জনকে। পরে তাদেরও হত্যা করা হয়।
খাকডহর যুদ্ধই ছিল বৃহত্তর ময়মনসিংহে প্রথম প্রতিরোধ এবং দেশে প্রথম সফল যুদ্ধ ।
সাধারণ জওয়ান আর স্থানীয় জনতার প্রতিরোধে যুদ্ধজয়ের স্বীকৃতি দেবে সরকার এই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।
এসএইচ/