একাত্তরের পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। তাকে হত্যা করেছে একাত্তরের পরাজিত শক্তি। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।
৭৫’র ১৫ আগস্টের কালো রাত্রিকে স্মরণ করে বঙ্গবন্ধুর এ ভাগ্নে বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে বারবার গ্রেফতার করেছে, জেল দিয়েছে, নির্যাতন করেছে। কিন্তু হত্যার সাহস করেনি। বঙ্গবন্ধুকে হত্যা করেছে বাঙালি। যারা একাত্তরের পরাজিত শক্তি, পাকিস্তানিদের এ দেশিয় দোসর তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। একরাতে ১৮ জনকে নৃশংসভাবে হত্যা করেছে।
ফজলুল করিম সেলিম বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনও থেমে যায়নি। নানা ষড়যন্ত্র করছে। তাদের রুখে দাঁড়াতে হবে। একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে রণাঙ্গনে লড়াই করে আমরা যেমন পতাকা ছিনিয়ে এনেছি তেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকবার লড়াই করতে হবে। সেই লড়াইয়ে একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের দোসরদের পরাজিত করে বাংলার জমিন থেকে উচ্ছেদ করতে হবে। আজ এটাই হোক আমাদের অঙ্গীকার।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু প্রমুখ।
/এআর /