ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

‘সংবিধান লঙ্ঘন করে যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসান জিয়া’

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাবেক সেনাশাসক জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি ক্ষমতায় আসার পার সংবিধান লঙ্ঘন করে যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছেন। তার প্রতিষ্ঠিত দল বিএনপি আজ স্বাধীনতার চেতনা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় মানুষের ওপর নির্যাতন চালায়। ক্ষমতায় আসার জন্য মানুষ পুড়িয়ে হত্যা করছে। বিভিন্ন জায়গায় পেট্রলবোমা মেরে মানুষ মেরেছে। দেশকে সন্ত্রাসী দেশে হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানিরা বাঙালি জাতির উপর আজীবন নির্যাতন ও বৈষম্য চালিয়েছে। শেখ মুজিব বাঙালিদের অধিকার আদায়ে কাজ করছে। স্বাধীনতার ঘোষণা দিয়েছে।

জাতির পিতা বাংলার মানুষের মুক্তি দাবিতে ৬ দফা ঘোষণা দেয়। ৬ দফা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে জাতির পিতাকে গ্রেফতার করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বাঙালি জাতি কিভাবে স্বাধীনতা লাভ করবেন তার পরিকল্পা করেছিলন। সে অনুযায়ী ৬ দফা ঘোষণা করেন।  ৬ দফা মূল দফা হলো ছিলো স্বাধীনতা। তিনি আরও বলেন, জাতির পিতার আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন বাংলার মানুষ কারো কাছে মাথানত করে না।

এসময় তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা ৭ মার্চের ভাষণের মাধ্যমে দিয়েছিলেন জাতির পিতা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

/ এআর /