ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ভালাবাসা দিয়ে অপরাধ রুখতে হবে: আবদুল্লাহ আবু সায়ীদ

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

ভালোবাসা দিয়ে অপরাধের বিরুদ্ধে এক ধরণের শক্তি গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। দুর্নীতি দমন কমিশনের ‘দুর্নীতি বিরোধী সপ্তাহ’ উপলক্ষে মঙ্গলবার ঢাকার শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের বিতর্ক, রচনা, পোস্টার ও কার্টুন আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভালোবাসা দিয়ে অপরাধের বিরুদ্ধে এক ধরনের শক্তি গড়ে তুলতে হবে। যার মাধ্যমে দুর্নীতি দূর হবে এবং দেশের উন্নতীও তরান্বিত হবে।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, দুদকের দুই ধরনের দায়িত্ব; একটি অপরাধীকে শাস্তি দিয়ে দমন করা, অন্যটি অপরাধীর বিবেককে ভালোবাসা দিয়ে জাগিয়ে তোলা। দমন করে কতটুকু সফল হওয়া যাচ্ছে তা আমরা দেখছি। মানুষের হৃদয়কে জাগিয়ে তুলতে হবে। ভালবাসা দিয়ে অপরাধের বিরুদ্ধে এক ধরনের শক্তি গড়ে তুলতে হবে। যার মাধ্যমে দুর্নীতি দূর হবে।

তিনি বলেন, “আমাদের দেশে আজকাল অর্থ বাড়ছে বলে অনেক স্বস্তি বোধ করছি। আমরা মনে করছি- খুব ভালো। অর্থ দরকার, অর্থ না হলে মানুষ পশুতে রূপান্তরিত হতে পারে! কিন্তু শুধু অর্থ হলে চলবে না, আমাদের পরিতৃপ্তি চাই। আমাদের ন্যায় চাই। নীতিবান একটি হৃদয় ও দেশ চাই।”

আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, “ন্যায়বান মানুষ তৈরি করা, ন্যায়সঙ্গত শাসন ব্যবস্থা তৈরি রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়সঙ্গত শাসনব্যবস্থা থাকলে মানুষ এমনিতেই ভালো হয়ে যায়। শাসনব্যবস্থার কোনো জায়গায় যদি দুর্বলতা থাকে, কোনো ছিদ্র থাকে, তাহলে মানুষ চাইলেও ভালো হতে পারে না।”

এমএইচ/টিকে