ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

সবার ওপরে মাশরাফি

প্রকাশিত : ১০:৫৬ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:১০ এএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ঢাকা প্রিমিয়ার লিগে আবহনীর হয়ে দারুণ ছন্দে আছেন। এখনো পর্যন্ত ১৩ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে তিনি আছেন সবার ওপরে।

ঢাকা প্রিমিয়ার লিগে বল হাতে তার দুর্দান্ত পারফরমেন্স ধরে রেখেছেন। মঙ্গলবার ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১০ ওভারে ১ মেডেন দিয়ে ৪৬ রানে তুলে নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে একটি আবার শেখ জামালের সেঞ্চুরিয়ান উন্মুক্ত চাঁদের।

এবারের প্রিমিয়ার লিগে মাশরাফি যেন নিজের সেরাটাকে বারবার মনে করিয়ে দিচ্ছেন। কদিন আগে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ‘ডাবল হ্যাটট্রিক’ করে তার সেরাটার প্রমাণ দিয়েছেন । এখনো পর্যন্ত ১৩ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে আছেন সবার ওপরে।

প্রতিদ্বন্দ্বিতায় এবার লিগে মাশরাফির ধারে–কাছেও কেউ নেই। ‍দ্বিতীয় স্থানে থাকা কাজী অনিক ২৮ ইউকেট নিয়েছেন। তবে তার দল মোহামেডান সুপার লিকেই উঠতে পারেনি। ফলে তার আর টপকানোর সুযোগ নেই। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা আসিফ হোসেনের রয়েছে ২৪ ইউকেট।  তার হাতে থাকা বাকী ৩ ম্যাচে। মাশরাফিকে টপকাতে হলে  তাকে অকল্পনীয় কিছু একটা করতে হবে।

এমএইচ/টিকে