ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

উন্নয়নশীল দেশে উত্তরণে বিজিএমই-এর উদযাপন

প্রকাশিত : ১১:০৭ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের ক্যাটাগরিতে বাংলাদেশের উত্তরনের সাফল্য বিজিএমইএ উদযাপন করেছে। এ উপলক্ষ্যে গতকাল মহান স্বাধীনতা দিবসে পোশাক শিল্পের মুখপাত্র সংগঠন বিজিএমইএ ঢাকার  র‌্যাডিশন হোটেলে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের আয়োজন করে।   

বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদসহ অন্যান্য সদস্যরা । অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির। 

বিজিএমইএ সভাপতি জনাব মো: সিদ্দিকুর রহমান তার স্বাগত বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বলিষ্ঠ নেতৃত্বেই এই অনন্য গৌরবোজ্জ্বল অর্জন সম্ভব হয়েছে।” এজন্য তিনি পোশাক শিল্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তার গতিশীল সরকারকে আন্তরিক অভিনন্দন জানান। 

তিনি আরোও বলেন, বাংলাদেশ যে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে, এর পেছনে পোশাক শিল্পের অবদান রয়েছে।

বিজিএমইএ সভাপতি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে সাম্প্রতিক সময়ে দেশ অবকাঠামোসহ আর্থ-সামাজিক প্রায় প্রতিটি ক্ষেত্রে আশাতীত সাফল্য অর্জন করেছে।”

অনুষ্ঠানে বাংলাদেশের পোশাক শিল্পকে ফ্যাশন শো’র মাধ্যমে উপস্থাপন করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন ও টেকনোলজী (বিইউএফটি) এর ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পি সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কোনাল প্রমূখ। 

উল্লেখ্য যে,  গত ২২ মার্চ এ সাফল্য অর্জনের জন্য সরকার এর উদ্যোগে যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিলো, সেখানে বিজিএমইএ অংশগ্রহন করেছিলো। এছাড়াও এ উদযাপন উপলক্ষ্যে ২২-২৬ মার্চ বিজিএমইএ ভবন আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছিলো। (সংবাদ বিজ্ঞপ্তি)

এমএইচ/এসি