ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রকাশিত : ১২:০০ এএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার

বরিশাল, সিলেট , চট্টগ্রাম, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ায় বলা হযেছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূবার্ভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

কেআই/টিতে