ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ইঞ্জিন বন্ধ হয়ে সাগরে ভাসতে থাকা জাহাজ তীরের দিকে চলে এসেছে

প্রকাশিত : ০৯:৫২ এএম, ২২ মে ২০১৬ রবিবার | আপডেট: ০৯:৫২ এএম, ২২ মে ২০১৬ রবিবার

চট্টগ্রামে উত্তাল সাগরে ইঞ্জিন বন্ধ হয়ে ভাসতে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার শিখা’ তীরের দিকে চলে এসেছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া জানান, সকাল থেকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে উত্তাল সাগরে ইঞ্জিন বন্ধ হয়ে ভাসতে থাকে ‘এমভি বাংলার শিখা’। জাহাজের ক্যাপ্টেন ‘এসওএস’ বার্তা পাঠিয়ে সাহায্য চান নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের কাছে। সেসময় ‘এমভি বাংলার শিখা’ জাহাজটির ইঞ্জিন চালু রেখে ভারসাম্য রাখার চেষ্টা করা হচ্ছিল। হঠাৎ করে জাহাজটির দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি তেল বহনকারী আরেকটি জাহাজকে ধাক্কা মারে ভাসতে থাকে।