ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১

ফখরুল-মওদুদরা রাজনীতির কাক : হাছান মাহমুদ

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ০২:১৮ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার

বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বন্দুক উঁচিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন জিয়াউর রহমান। আর উচ্ছিষ্ট ছিটিয়ে রাজনীতির কাকদের ডেকে এনেছিলেন। মির্জা ফখরুল-মওদুদ এরা সবাই রাজনীতির কাক। মির্জা ফখরুল আগে বাম রাজনীতি করতেন। তার বাবা যুদ্ধাপরাধীদের ঘনিষ্ট ছিলেন। আর মওদুদের বহু ঘাটের জল খাওয়ার অভিজ্ঞতা আছে। আবার বিএনপির মধ্যে কেউ কেউ আছে `হঠাৎ বিএনপি`। কারণ, তারা আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
তিনি আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
বিএনপি দুর্নীতিবাজদের জন্য নিরাপদ আখড়া দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, দলে দুর্নীতিবাজদের নিরাপদে রাখতেই বিএনপি তাদের গঠণতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে। এদেশে যারা দুর্নীতি করে, ৭ ধারা বাতিল হওয়া তাদের জন্য সুসংবাদ।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ও তারেক জিয়া এ দু`জনকে রক্ষা করার জন্যই বিএনপির রাজনীতি। তাদের কথামতোই বিএনপি চলে। যদিও বা নেতা অনেক তবে সবাই অস্থায়ী। খালেদা জিয়া ও তারেক জিয়া ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সব নেতাও অস্থায়ী।
মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ড. হাছান মাহমুদ এ সময় বলেন, আপনি বলেছেন আপনাদের নেত্রীকে ছাড়া নির্বাচনে আসবেন না। আমিও চাই, আপনারা আপনাদের নেত্রীকে নিয়ে নির্বাচনে আসুন। তবে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। তাহলে দেশবাসী দাঁতভাঙ্গা জবাব দেবে।

/ এআর /