ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

দেশের জনগন মৌলিক অধিকার ভোগ করতে পারছে নাঃ নোমান

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২২ মে ২০১৬ রবিবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ২২ মে ২০১৬ রবিবার

সংবিধানের মৌলিক অধিকার এখন আর দেশের জনগন ভোগ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। বলেন, বাক স্বাধীনতার কোনো সুযোগ আর নেই। শিক্ষক নির্যাতন, শিশু হত্যা ও নারী নির্যাতনের ঘটনায় দেশে বিচারহীনতার আতংক চলছে বলেও মন্তব্য করেন এই নেতা। তিনি  আরো বলেন, এই সরকারের সময়ে গনতন্ত্র অস্তিত্বহীন হয়ে পড়েছে। গনতন্ত্রের মুক্তির জন্য আন্দোলনের জনগনকে অংশগ্রহনের আহ্বান জানান তিনি।