ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

আইপিএল থেকেও নিষিদ্ধ স্মিথ-ওয়ার্নার

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ০১:৪০ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

বল বিকৃতির ঘটনায় এ বছরের আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছে অজি ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। তাদের ব্যাপারে সিদ্ধান্তের জন্য বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা এবং বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরীর সঙ্গে আলোচনা করেছে প্রশাসক কমিটি (সিওএ)। সে আলোচনার পরিপ্রেক্ষিতে আইপিএল ২০১৮ থেকে স্মিথ ও ওয়ার্নারকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

এর আগে মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড দক্ষিণ আফ্রিকা সফর থেকে অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার ও বল টেম্পারিং করা ক্যামেরন ব্যানক্রফটকে প্রত্যাহার করে নিয়েছে।

বুধবার  ক্রিকেট অস্ট্রেলিয়া এক বছরের জন্য নিষিদ্ধ করেছে স্মিথ ও ওয়ার্নারকে। একই অপরাধে ব্যানক্রফটের নিষিদ্ধ করছে নয় মাসের জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে শিগগিরই এ ব্যপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।  

উল্লেখ্য যে, আইপিএলের রাজস্থান রয়্যালস নিয়েছিল  স্মিথকে। অন্যদিকে ডেভিড ওয়ার্নার গত দুই মৌসুমে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। 

এমএইচ/টিকে

এ সংক্রান্ত আরও খবর

স্মিথ-ওয়ার্নারের এক বছরের নিষেধাজ্ঞা