ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

যুগোপযোগী চিকিৎসা সেবা আইন চায় এফবিসিসিআই

প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার

যৌক্তিক ও যুগোপযোগী ‘চিকিৎসা সেবা আইন’ এবং ‘বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা’ আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এফবিসিসিআই নেতৃবৃন্দ দেশ ও জনগণের স্বার্থে এ আইন দু’টি সংশ্লিষ্ট সকলের জন্য সহনীয় করে চূড়ান্ত রূপ দেওয়ার আহবান জানান।

বুধবার মতিঝিল ফেডারেশন ভবনে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের এক সভায় এ বিষয়ে আলোচনা করা হয়। স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইন-চার্জ প্রীতি চক্রবর্তীর সঞ্চালনায় এফবিসিসিআই সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ, পরিচালক হাফেজ হারুন, কমিটির চেয়ারম্যান এ বি এম হারুন প্রমুখ আলোচনায় অংশ নেন।

প্রসঙ্গত,বর্তমানে ‘চিকিৎসা সেবা আইন’ এবং ‘বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা’ আইন দুটির খসড়া চুড়ান্ত করার লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

প্রীতি চক্রবর্তী প্রস্তাবিত বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা আইনে কলেজ স্থাপনের ক্ষেত্রে জামানত হিসেবে সরকারের কোষাগারে জমা দেওয়ার অর্থের পরিমাণ পূর্বের ন্যায় ১ কোটি টাকা বহাল রাখার দাবি জানান। তিনি বলেন, নতুন আইনে কলেজ স্থাপনের জন্য জামানতের পরিমাণ ৫ কোটি টাকা করা হয়েছে। আগের আইনে এর পরিমাণ ১ কোটি টাকা ছিল। উদ্যোক্তাদের পক্ষ থেকে আমরা জামানতের পরিমাণ আগের আইন অনুযায়ী ১ কোটি টাকায় বহাল রাখার দাবি জানাচ্ছি। তিনি বেসরকারি মেডিকেল কলেজকে কর অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। 

সভায় বক্তারা বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মত ‘বিশেষ আর্থিক খাত’ গঠনের ওপর জোর দেন। এক্ষেত্রে তারা সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তির সুবিধা এবং ঋণ পরিশোধের মেয়াদ দীর্ঘ করার দাবি জানান।

সভায় কুমুদিনি উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডেল্টা হাসপাতাল লিমিটেড, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, জাহান আরা ক্লিনিক লিমিটেড ও হেলথ্ সিটিসহ বিভিন্ন মেডিকেল চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

আর/টিকে