মুক্তি পেল ‘১০২ নট আউট’ ট্রেলার (ভিডিও)
প্রকাশিত : ০৮:৫১ এএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ‘১০২ নট আউট’ হবে মজার সিনেমা। তবে আরও একটি টুইস্ট রয়েছে সিনেমাটিতে। হাসাতে হাসাতে কখন যে চোখে জল চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। কিছুটা হাসি, কিছুটা কান্না আর বাবা-ছেলের ভালোবাসায় মুক্তি পেল ‘১০২ নটআউট‘ ট্রেলার। যা দেখে চোখের কোনে জল নিয়েও হেসে অস্থির দর্শক।
আর মাত্র ১৬ বছর। এই সময়টা পার করে ফেলতে পারলেই কেল্লাফতে। তিনিই হবেন বিশ্বের সব থেকে বয়স্ক মানুষ। আর এই রেকর্ড গড়তে ছেলেকে ‘বৃদ্ধাশ্রম’ এ পাঠাতে চলেছেন বাবা। কারণ ১০২ বছরের ঝলমলে এবং যৌবনে পরিপূর্ণ বাবা।
সিনেমাতে একদিকে দেখানো হবে পিতা পুত্রের সম্পর্ক। আবার অন্যদিকে এই সময়ের একটি চর্চিত ইস্যুকে একদম অন্যরকমভাবে এই সিনেমার মধ্যে দিয়ে সকলের সামনে তুলে ধরবেন পরিচালক। তাই সিনেমার ট্রেলার দেখে যখন দর্শকরা, বাবা আর ছেলের মধ্যে মজাদার সম্পর্কে মশগুল, ঠিক তখন বাবা অমিতাভের মুখে শোনা যায়, ‘অযোগ্য সন্তান হলে তাঁকে ভুলে গিয়ে শুধু তার ছোটবেলাকে মনে রাখা উচিত’। যা মুহূর্তের মধ্যে অন্য পরিবেশ তৈরি করে।
সিনেমার কাহিনী গুজরাটি নাটক থেকে নেওয়া। যেখানে অমিতাভ বচ্চন ১০২ বছরের একজন বাবার চরিত্রে অভিনয় করেছেন। আর ঋষি কাপুর এখানে তাঁর ৭৫ বছর বয়সি ছেলের ভূমিকায়। পরিচালক উমেশ জানিয়েছেন, ‘গুজরাটি নাটকটা দেখে আমার এত ভালো লেগেছিল যে তখনই এটা নিয়ে সিনেমা বানাবো ঠিক করে নিয়েছিলাম। এটি বাবা ছেলের অন্যরকম সম্পর্কের গল্প।’
সূত্র : কলকাতা টুইন্টিফোর
ট্রেলার ভিডিও দেখতে ক্লিক করুন :
এসএ/