ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

যে কারণে বুলেটপ্রুফ ট্রেনে চড়ে বেইজিং যান উন

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

ঢাকঢোল পিটিয়ে চীন জানান দিল-উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এসেছে। উত্তর কোরিয়া থেকে একটি রহস্যময়ী সবুজ ট্রেন চড়ে চীনে পৌঁছান উত্তর কোরিয়ার এ নেতা। ট্রেনে ছিলেন কিম ও তার স্ত্রী রি সোল জু।

সোমবার রাতে বেইজিংয়ের কেন্দ্রীয় রেলস্টেশনে পৌঁছায় সবুজ রঙের ট্রেনটি।

কিমকে বহনকারী ট্রেনটিতে ছিল ২১টি বগি। প্রতিটি বগির রং গাঢ় সবুজ। ট্রেনের প্রত্যেকটি কামরাই বুলেটপ্রুফ। আয়েশি সব আয়োজনে ঠাসা ছিল ওই ট্রেন। দীর্ঘ ভ্রমণে মনোরঞ্জনের জন্য ছিল একদল নারী। সুইস চিজ, কাঁকড়া ও ক্রিস্টাল শ্যাম্পেন (মদ) ও হেনিসি কগন্যাক (মদ) বেশি পছন্দ করেন কিম। পুরো ট্রেনে ছিল এসবের ভরপুর আয়োজন।

কিমই কিন্তু এবার প্রথম লুকিয়ে ট্রেন-ভ্রমণ করে চীনে গেলেন তা নয়। কিমের মতোই ট্রেনে বিদেশ সফরে যেতেন তার বাবা-দাদাও। ২০০৯ সালে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাদের ট্রেনে অন্তত ৯০টি বগি থাকত। এ বগিগুলোতে আছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মূলত তিনটি ট্রেনের বহর নিয়ে বিদেশে যান উত্তর কোরিয়ার নেতা। বহরের প্রথমে থাকে নিরাপত্তার দায়িত্বে থাকা একটি উন্নতমানের ট্রেন। এরপরই থাকে উত্তর কোরীয় নেতাকে বহনকারী ট্রেন। আর সবার শেষে থাকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী, দেহরক্ষী ও প্রয়োজনীয় রসদ বহনকারী আরেকটি ট্রেন। তিন ট্রেনের প্রথমটিতে থাকেন প্রায় ১০০ নিরাপত্তাকর্মী। প্রয়াত নেতা কিম জং ইলের সময় থেকেই এই নিয়ম চলে আসছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

একে/ এআর