ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

শেষ হলো আন্তর্জাতিক কান উৎসবের

প্রকাশিত : ১১:২০ এএম, ২৩ মে ২০১৬ সোমবার | আপডেট: ১১:২০ এএম, ২৩ মে ২০১৬ সোমবার

চলচ্চিত্র দুনিয়ার মর্যাদাপূর্ণ পুরস্কার ‘পাম ডি অর’ ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক কান উৎসবের ৬৯তম আসর। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এবারের পাম ডি অর জিতে নিয়েছে ব্রিটিশ চলচ্চিত্র ‘আই, ড্যানিয়েল ব্ল্যাক’। প্রতিযোগিতার দৌঁড়ে থাকা বিশ্বের ২১টি চলচ্চিত্রকে পেছনে ফেলে শীর্ষ পুরস্কার জিতে কেন লোচে পরিচালিত এ ছবিটি। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন দুই জন। গ্র্যাজুয়েশন ছবির ক্রিস্টিয়ান মুঙ্গি ও ‘পারশনাল শপার’ ছবির অলিভার অ্যাসেস।  আর ‘মা রোসা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারটি দখল পেয়েছেন জ্যাকুলিন হোসে। অন্যদিকে ইরানী ছবি ‘দ্য সেলসম্যান’ দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে। সেরা অভিনেতা হিসেবে সাহাব হোসেইনি ও আসগর ফরহাদি সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন। এছাড়া গ্রান্ড প্রাইজ জিতে নিয়েছেন ‘ইটস অনলি দ্য এন্ড অব ওয়ার্ল্ড’ ছবির পরিচালক জ্যাবিয়ের ডোলান।